Ultimate Stuff of the World (জগতের মূল উপাদান)

থেলিস পানিকে জগতের মূল উপাদান হিসেবে অভিহিত করেছিলেন। কিন্তু এনাক্সিমেন্ডার পানি, মাটি, বায়ু বা অগ্নি এই চারটি উপাদানের  কোনোটিকেই জগতের মূল উপাদান হিসেবে মনে করেননি। কারণ এগুলো এক একটি বিশেষ ধরনের জড়। জড় বলতে আমরা সাধারণত লোহা, তামা, পানি বা কোনো না কোনো বিশেষ ধরনের জড়পদার্থকেই বুঝি। এগুলো নিজ নিজ গুণের অধিকারী এবং সে কারণেই অন্য জড়পদার্থ থেকে পৃথক। কিন্তু এনাক্সিমেন্ডারের মতে জগতের মূল উপাদান নিদির্ষ্ট কোনো গুণের অধিকারী নয়, বরং আকারহীন, অনির্দিষ্ট এবং সকল প্রকার বৈশিষ্ট্য বিবর্জিত। একে বিশেষ কোনো নামে অভিহিত করা যায় না। গুণেগতভাবে অনির্দিষ্ট বলেই এই মূল উপাদান পরিমাণগতভাবে অসংখ্য। অসয়খ্য না হলে জগতের সৃষ্টি প্রক্রিয়ায় একসময় তা শেষ হয়ে যেত। এনাক্সিমেন্ডার আকারহীন, অনির্দিষ্ট এবং সকল প্রকার বৈশিষ্ট্য বিবর্জিত এই অসংখ্য উপাদানের নাম দিলেন “সীমাহীন” (Boundless)। এই সীমাহীন মহাকাশে অনন্তভাবে বিস্তৃত। সীমাহীনের কোনো সৃষ্টি নেই, বিনাশ নেই, এটি অবিনাশী এবং অনন্ত গতিশক্তির অধিকারী। সীমাহীন বিশেষ কোনো বস্তু নয়, বরং জগতের সকল বস্তুর আধার (reservior)। জগতের সকল বস্তু এই সীমাহীন থেকে সৃষ্টি হয় আবার সীমাহীনেই প্রত্যাবর্তন করে। এনাক্সিমেন্ডার অসংখ্য (innumerable) পৃথিবীর কথা বলেছেন। কারো কারো মতে এই অসংখ্য পৃথিবীর সৃষ্টি প্রক্রিয়া ধারাবাহিক (successive) অর্থাৎ একটি পৃথিবীর সৃষ্টি, ক্রমবিকাশ ও ক্ষয়প্রাপ্তির পর আর একটির আবির্ভাব হয় সেটিরও বিকাশ ও ক্ষয়প্রাপ্তি ঘটে। কিন্তু প্রফেসর বারনেটের মতে, এনাক্সিমেন্ডারের অসয়খ্য পৃথিবীগুলো আবশ্যিকভাবে ধারাবাহিক নয়, বরং সমকালীন (simultanous) হতে পারে। অর্থাৎ অসংখ্য পৃথিবীগুলো একই সংগে অস্তিত্বশীল হতে পারে। তবে পৃথিবীগুলো চিরস্থায়ী নয়। একই সংগে অনেকগুলো পৃথিবীর সৃষ্টি, বিকাশ ও ক্ষয়প্রাপ্তি হচ্ছে এবং যথাসময়ে অন্যগুলো তাদের স্থান দখল করছে।



Post a Comment

0 Comments